পাতা:বিদায়-আরতি.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মহানামন্‌

সমুচিত সাজা দিব আমি তাঁর
বলে’ দিন এই সোজা।”
মৌন ক্ষনেক রহিয়া বৃদ্ধ
কহেন জুড়িয়া কর-—
“জননীরে স্মরি” এ ভিক্ষ তবে
দাও কে কৌশলেশ্বর,—
নিশ্বাস রুধি আমি যে অবধি
ডুবিয়া থাকিব জলে
সে অবধি লোক কোরো না আটক,—
যাক যেথা খুসি চ’লে।
তার পর তুমি দিও জনে-জনে
শাস্তি ইচ্ছামত।”
“ভাল, তাই হবে”— ব’লে রাজা ভাবে—
বুড়ার দম বা কত?
কত পা পালাবে?—যাবে দেখা যাবে;
বুড়াটা পালায় যদি!—
তবে এ নগরে কি পথে কি ঘরে
রক্তে বহাব নদী।”

(নবম হল্‌কা)



আবারিত দ্বার পালায় যে যার
যেথা দু’চক্ষু যায়,
কপিলবাস্ত হরিষে বিষাদে
মূরছি পড়িল প্রায়!
কেউ বেগে ধায় পিছে না তাকায়
প্রাণ নিয়ে সোজাসুজি,

৯৩