পাতা:বিদায়-আরতি.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

শালের শিকড় আঁকড়িয়া আছে
আড়ষ্ট মৃতদেহ!
ছল ক’রে বুড়া ডুবেছিল জলে
বুড়ার কি কড়া জান,
জলের তলায় মরিল হাঁপায়ে
বাঁচাতে পরের প্রাণ!”
ক্রোধে চীৎকারি কহে বিরুধক—
“ভারি ভাবি বাহাদুরী!
খাবি খেতে খেতে খল-পনা— ম’রে
গিয়ে তবু জুয়াচুরী!”

(দ্বাদশ হল্‌কা)



ক্লেশের মবণ বরণ করিয়া
অমব হইল কারা?
স্মৃতি-ছায়াপথ উজলি’ জগৎ
তা’রা হ’য়ে আছে তারা।
মরণের সাথে করি মহারণ
কারা হল মৃতুঞ্জয়,
দেশ-ভায়েদের আয়ূ কে বাড়ল
নিজ আয়ু করি ক্ষয়?
মানুষে মানুষে বিশ্বাস কার
প্রতি নিশ্বাসে বাড়ে?
কার সংযম চরম সময়ে
যমের দণ্ড কাড়ে?
কে ধর্ম্মিষ্ঠ স্বদেশনিষ্ঠ
ধর্মের রাখি’ মান

৯৬