পাতা:বিদায়-আরতি.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 কবি সত্যেন্দ্রনাথের স্বদেশের প্রতি দরদ এত প্রবল ও তীক্ষ্ণ ছিল যে তিনি পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনীর অন্তরালে এমন কি প্রাকৃতিক দৃপ্ত বর্ণনা উপলক্ষ্য করিয়াও দেশের অবস্থা দুঃখ দুর্দ্দশা এবং আশা আকাঙ্ক্ষা প্রভৃতি প্রকাশ করিবার সুযোগ পাইলে ছাড়িতেন না এবং এই প্রকার রচনায তাঁহার একটি বিশেষ অনন্য-সাধারণ নিপুনতা ছিল। এইরূপে তিনি বহু কবিতা রচনা কবিয়া গিয়াছেন যাহাদের অন্তরালে কবির হৃদয়-বেদনা অথবা আনন্দ ও আশা প্রচ্ছন্ন হইয়া রহিয়াছে। দরদী সন্ধানী পাঠক-পাঠকা একটু অনুধাবন করিলে ইহার পরিচয় পাইবেন।

 কবি সত্যেন্দ্রনাথ বাংলা ১৩২৯ সালের ১০ই আষাঢ় শনিবাব কলিকাতায় রাত্রি দু’টায, চল্লিশ বংসর পাঁচ মাসের সময় পরলোক গমন করেন।

 এমন কবির অকাল তিরোধানে বঙ্গসাহিত্যেব যে অপরিমেয ক্ষতি হইয়াছে তাহা কবি কীট্‌সের অকাল বিযোগের ন্যায় চিবকাল কাব্যরসিকদের দীর্ঘনিশ্বাস আকর্ষণ করিবে।