পাতা:বিদায়-আরতি.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



বিদায়-আরতি

বাঁক সমুখে, সামনে ঝুঁকে
বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে
বুক দে টানো, বইঠা হানো—
সাত সতেরো কোপ কোপানে।
হাড়-বেরুনো খেজুরগুলো
ডাইনী যেন ঝামর-চুলো
নাচ্‌তেছিল সন্ধ্যাগমে
লোক দেখে কি থম্‌কে গেল।
জম্‌জমাটে জাঁকিয়ে ক্রমে
রাত্রি এল রাত্রি এল।
ঝাপ্‌সা আলোয় চরের ভিতে
ফির্‌ছে কারা মাছেয় পাছে,
পীর বদরের কুদ্‌রতিতে
নৌকো বাধা হিজল-গাছে।
 *   *   *
আর জোর দেড় ক্রোশ—
জোর দেড় ঘণ্টা,
টান্‌ ভাই টান্‌ সব—
নেই উৎকণ্ঠা
চাপ্‌ চাপ্‌ শ্যাওলার
দ্বীপ সব সার সার,—
বৈঠার ঘায় সেই
দ্বীপ সব নড়ছে,
ভিল্‌ভিলে হাঁস তার
জল-গায় চড়্‌ছে।

১০০