পাতা:বিদায়-আরতি.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দূরের পাল্লা

ওই মেঘ জমছে,
চল্‌ ভাই সম্‌ঝে,
গাও গান, দাও শিশ্‌
বকশিশ্‌! বকশিশ্‌
খুব জোর ডুব্‌-জল,
বয় স্রোত, ঝির্‌ঝির্‌,
নেই ঢেউ কল্লোল,
নয় দুব নয় তীর।
নেষ্ট নেই শঙ্কা
চল সব ফুর্ত্তি,—
বক্‌শিশ্‌ টঙ্কা,
বক্‌শিশ্‌ ফুর্ত্তি।
ঘোর-ঘোর সন্ধ্যায়,
ঝাউ-গাছ দুলছে,
ঢোল্‌-কলমীর ফুল
তন্দ্রায় ঢুলছে।
লক্‌লক্‌ শর বন
বক্ তায় মগ্ন,
চুপ্‌চাপ চারদিক্‌—
সন্ধ্যার লগ্ন।
চারদিক্ নিঃসাড়,
ঘোর-ঘোর রাত্রি,
ছিপ্‌-খান তিন্‌-দাঁড়,
চারজন যাত্রী।
 *   *   *

১০১