পাতা:বিদায়-আরতি.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দূরের পাল্লা

চল্‌ছে তরী চল্‌চে তরী—
আর কত পথ? আর ক’ঘড়ি?
এই যে ভিড়াই, ওই যে বাড়ী,
ওই যে অন্ধকারের কাঁড়ি—
ওই বাঁধা-বট ওর পিছনে
দেখ্‌ছ আলো? ঐ তো কুঠি,
ঐখানেতে পৌঁছে দিলেই
রাতের মতন আজ্‌কে ছুটি।
ঝপ্‌ ঝপ্‌ তিনখান্‌
দাড় জোর চল্‌ছে,
তিনজন মাল্লার
হাত সব জ্বল্‌ছে;
গুর্‌গুর্‌ মেঘ সব
গায় মেঘ-মল্লার,
দূর-পাল্লার শেষ
হাল্লাক্‌ মাল্লার!


৪১
১০৫