পাতা:বিদায়-আরতি.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাতের হুন্নোড় ( বাউলের স্বর ) ( আমি ) পাথার-জলে সাতার দিতে পেয়েছি ভেলা । হঠাৎ ? এ যে হঠাৎ –এ যে— হঠাতের খেলা । হঠাৎ এল কাল-বশেখী— মৃত্যু-দারুণ, ভুলব সে কি, ( আবার ) তেমনি হঠাৎ টুটুল কি মেঘ ( আলো ) ফুটুল গুলেল । ( আমি ) হঠাৎ পেলাম কৃপার কণা, ছিল না হেতু, ( হেরি ) স্বর্গে অার এই মৰ্ত্তে বাধা প্রেমেরি সেতু ; হঠাৎ আমার ফুটুল আঁখি, উঠ ল গেয়ে অন্ধপার্থী ( কালের) ঘেরাটোপের ঘনঘটায় অাজকে অবেলা ! ( ওগো ) হঠাতের ওই অমনি লীলায় দেখেছি আলো, ( কত ) হঠাৎ চেয়ে চোখ ফেরেনি, বেসেছি ভালো, হঠাতের এই ভরসা নিয়ে ( আমি ) হর্ষে চলি বুক বাজিয়ে, ( ওগো ) গর-হিসাবে মাণিক পেয়ে, (আমার) হিসাবে হেলা ! ১ ও ৩