পাতা:বিদায়-আরতি.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

ধাত্রী তোমার হ’তে;
হৃদয়-রসের সকল ধারা তোমায় ঘিরে বইল উছল স্রোতে;
পান ক’রে তায়, স্নান ক’রে তায়,
দান ক’রে তায় দু’হাত ভ'রে ভ'রে
তৃষার্ত্ত প্রাণ সুধার ধারায়
দিলে সরস ক’রে।
সরস্বতীর হরষ-বীণায় স্পন্দ রূপে লুকিয়েছিলে তুমি,
কোন্‌ ঊষসী জাগিয়ে দিল চুমি'—
তোমায় ওগো মঞ্জুগায়ন্‌ কবি,
ভালে কি তার এম্‌নিধারা চাঁপার দিনের চাঁপার বরণ রবি?
মূর্ত্তি ধ’রে সপ্তম রাগ উদয় হ’লে রাগ-রাগিণীর মেলায়,
বাঁশীতে বশ কর্‌লে বিশ্ব হেলায়।
তোমার গানের পেতে সুধার কণা
এল বনের হরিণ ধেয়ে, সাপ নোয়াল ফণা!

  *  *  *

দূর-গগনে নিকট করে তোমার গানের আলো,
ভালোবেসে যে দীপ তুমি জালো
অচেনারে চিনিয়ে সে দ্যায়, পরকে আপন করে,
তোমার হিয়ার চিন্তা-মণি-ঘরে
বিশ্ব-মানব জল্‌সা করে, ওঠে বিপুল পুলক-ভরা গীতি,
দুখের মূল্যে আনন্দ ক্রয় চল্‌ছে সেথা নিতি,
ছন্দে নাচে জন্ম-মরণ পতন-অভ্যুদয়
মিলিয়ে হাতে হাত,
ছন্দ-ছাড়া নয় সেথা কেউ নয়;
মন্ত্রে পূত রাখীর সূতায় সেথা সবাই মিলছে সবার সাথ!

  *  *  *
১০৮