পাতা:বিদায়-আরতি.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

হিন্দোল-বিলাস

প্রাণে মনে হিল্লোল
বনে বনে হিন্দোল
মেঘে মৃদঙের বোল মৃদু-মন্তর;

শ্রাবণেরি ছন্দে
কদমেরি গন্ধে
তায় তুই চঞ্চল। চির-সুন্দর!

নিশাসে কি সৌবভ!
কালো চুলে মেঘ সব!
পশ্‌লায় পশ্‌লায় রূপ ধর্‌ গো;

কালে চোখে বিতু্যৎ,
কোনোখানে নেই খুঁৎ,
অদ্ভুত! অদ্ভূত! তুই স্বর্গ!

আরো কাছে আয় তুই
কালে। চোখে চোখ থই,
ভুলে থাকি দিন-দুই দুনিয়ার সব,