পাতা:বিদায়-আরতি.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিরাণী হেম-সুমেরুর হৃত সোনা দেবো নাকে হজম হ’তে, পাহাড় মোরা তিন কোটি ভাই করব লড়াই বিধিমতে।” 来源 >}: 米 আকাশ জুড়ে বিপুলবপু উড়ল পাহাড় ক্রোর— ধরার উপগ্রহের মালা উল্কা হেন ঘোর ! অন্ধ ক’রে সূৰ্য্য ওড়ে বিন্ধ্য বস্তুমান, ধবল-গিরির ধবলিমায় চন্দ্রম। সে স্নান ; তীর-বেগে ধায় ক্ৰৌঞ্চপাহাড় ক্ৰৌঞ্চ-কুলের সাধ, নীল-গিরি নীলকান্তমণির নিৰ্ম্মিত ঠিক র্চাদ ; উদয়গিরি অস্তগিরি উড়ল একত্তর, মাল্যবান আর মলয়গিরি ছায় নভ-চত্বর ; চন্দ্রশেখর সঙ্গে মহা-মহেন্দ্র পৰ্ব্বত-— লোমকূপে লাখ ঋষি নিয়ে উড়ল যুগপৎ ! সবার আগে চলল বেগে শৈল-যুবরাজ মৈনাক মোর ;–ফেলতে মুছে শৈলকুলের লাজ ।

  • * 23

আজো আমি দেখছি যেন দেখছি চোখের’পর দিকে দিকে দিকপালের লড়ছে ভয়ঙ্কর ! মেঘের বরণ মহিষ-বাহন যুদ্ধ করেন যম, অগ্নি যোঝেন রক্তচক্ষু নিঃস্নেহ নিৰ্ম্মম । চোরাই সোনার কুমীর হোথা লড়েন কুবের বীর— সাজোয়া সোনার, সোনার খাড়া, সোনার ধনুক তীর । পবন লড়েন উড়িয়ে ধূলো অন্ধ করে চোখ, নিঋতি নীল বিষ-প্লাবনে ধ্বংসিয়ে তিন লোক । )○ ১১৩