পাতা:বিদায়-আরতি.djvu/১২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি স্বষ্টিনাশ যুদ্ধ চলে, আৰ্ত্ত চরাচর, আচম্বিতে দিগ বারণে আসেন পুরন্দর। হেঁকে বলে বজকণ্ঠে মাহুত মাতলি— “প্রলয়বাদী তোমরা পাহাড় নেহাৎ বাতুলই । বিধির স্থষ্টি করবে নষ্ট ? এই কি মনের আশ ? বিপ্লবে সব ডুবিয়ে দেবে ? করবে সৰ্ব্বনাশ ? ইন্দ্র-দেবের শাসন-প্রথার করবে অমান্ত ?— প্রতিষ্ঠা যার বজে,—ও যা পরম প্রামাণ্য ?” রুষ্টভাষে কয় আকাশে মহেন্দ্ৰ পৰ্ব্বত,— “চোরের উকীল । আমরা মন্দ, তোমরা সবাই সৎ ! লোভান্ধ ওই ইন্দ্র তোমার হরেন পরের ধন, পরের সোনা হজম ক’রে করেন অস্ফিালন । বৃহৎ চোরের আস্ফালনে টলছে না পাহাড়, ধৰ্ম্মনাশা ধৰ্ম্ম শোনান যায় জলে যায় হাড় ! পরস্ব নিশ্চিন্ত মনে, ইন্দ্র, কর ভোগ, তার প্রতিবাদ করলে রোষো–এ যে বিষম রোগ ! যার ধন তার ভারি কসুর, ফিরিয়ে নিতে চায়, বিপ্লবের আর বাকী কিসে ?—বজ হানা যায় ! আর তবে বিলম্ব কেন ? বজ হানো বীর । তাড়শে সাম্রাজ্য-পদের গৰ্ব্বে বাকী শির ! বিধান-কর্তা ! বিধান ভাঙো, জানাও আবার রোষ, তোমার কসুর নয়, সে কিছুই, পরের বেলাই দোষ । নেই মোটে স্যায়ধৰ্ম্ম কিছুই, ছল আছে আর জোর, বলছি স্পষ্ট, ইন্দ্র নষ্ট, ইন্দ্র সবল চোর ” 米 2: :k Y S 8