পাতা:বিদায়-আরতি.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি বল্লম-ধারী চলে সারি সারি ফলায় আলোক জলে, প্রজার নালিশ শুনিয়া ফেরেন মালিক সদলবলে । কত সাজা কত শিরোপা বিতরি? নগরে নগরে, শেষে হাওদা নড়িল, ছাউতি পড়িল বদাউনপুরে এসে । দিল্লীপতির প্রিয়পাত্র সে বদাউন-সর্দার, নগরী সাজিল নাগরীর মতো ইসারায় যেন তার । কোথাও দুঃখ নাই যেন, কোনো নাইক নালিশ কারু, তুনিয়া কেবল ঢালা মখমল চুমকির কাজে চারু । আতর গোলাব আণর কিঙ্খাব যেন বদাউনপুরে রাজপুরুষের প্রসাদে প্রজার হয়েছে আটপহুরে । ভোজে আর নাচে কুচে ও কাওয়াজে কাটে দিন মৃগয়ায়, লোক খাসা অতি বদাউন-পতি সন্দেহ নাই তায় । বিশ্রামে বিশ্রস্তু আলাপে কাটে দিন কোথা দিয়ে, > >切ア