পাতা:বিদায়-আরতি.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদায়-আরতি


শুধু হাসি আর গান
শুধু সারঙের তান
ভালোবাসাময় প্রাণ—শুধু উৎসব।

কে গেছে কে যায় তার
অতশত ভাব্‌নার
ফুরসুৎ নেই আজ নেই, বন্ধু!

তুমি আছ এই খুব,
ধ্যানে ধ’রে ওই রূপ
ভর্‌পূর চিত্তের সব তন্তু।

এ মিলনে, অশ্রুর
মেশে যদি খাদ্‌ সুর
কি হবে তা’? হয় বা কি ভেবে বিস্তর?

কেয়া-গুঁড়ি তবে মাখ,
তুলে নে রে লাখে লাখ্‌
জুঁইফুল,—বিল্‌কুল চুলে তুই পর।

আমি দেখি তন্ময়
চেয়ে চেয়ে মন্‌ময়
শত তারা যাক্‌ হেসে লাখ ইন্দু; –

যদিও এ বাদ্‌লায়
ঝিঁ ঝিঁ-ডাকা কাজলায়
নেই চাঁদ,—জ্যোৎস্নার নেই বিন্দু।