পাতা:বিদায়-আরতি.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইনসাফ, রাজ-অতিথির বিদায়ের দিন ক্রমে আসে ঘনাইয়ে । বদtউন-বনে সেবারের মতো শীকার করিয়া সারা দঙ্গল ফিরে সুলতান সহ উল্লাসে মাতোয়ারা । সঙ্গে চলেন বদাউন-পতি করিয়া তৃৰ্য্যনাদ, সহসা কে নারী উঠিল ফুকারি’ “সুলতান । ফরিয়াদ !” চমকি চাহিয়া বদাউন-পতি বক্‌বক্‌ মিঞা কন— “দেওয়ানা ! দেওয়ানা ! হটাও উহারে, কি দ্যাখে। সিপাহীগণ ।” সুলতান কন—“না, না, আনে। কাছে, কি আছে নালিশ, শুনি।” প্রমাদ গণিয়া আড়ে চায় যত ওমরাহ বদাউনী । শাহানশাহের হুকুমে সিপাহী কাছে গেল জেনানার, আঁখি বিস্ফারি? কাছে এল নারী বাদশাহী হাওদার। “কিবা ফরিয়াদ ? কহ ফরিয়াদী, নালিশ কাহার পরে ?” “ভয়ে কব ? কিবা নিৰ্ভয়ে প্রভু !” পুছে সে যুক্ত করে। Σ Σ έν