পাতা:বিদায়-আরতি.djvu/১৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-অtরতি “নিৰ্ভয়ে কও ” বলেন হাকিম । নারী কয় ঋজুকায়া,— “হত্যাকারীরে সাজা দাও, প্রভু ! জগৎপ্রভুর ছায়া ! স্বামীরে আমার হত্যা করেছে বদাউন-সর্দার, এই মাতালেব কোড়ার প্রহারে জীবন গিয়েছে তার ” “কে তোর সাক্ষী, মিথ্যাবাদিনী, কে তোর সাক্ষী, শুনি ? “পৰ্ম্মের প্রতিনিধি এসেছেন, বুঝে কথা কও, খুনী ! সাক্ষী খুজিছ ? সাক্ষী তামার সারা বদাউন-ভূমি, সাক্ষী আমার ওই কালামুখ, আমার সাক্ষী তুমি । সাক্ষী, তোমারি ভূত্য, যাহারে গিলেছে পাষাণ-কারা, আমার সাক্ষী রাজপুরুষের নালিশ নিলে না যারা ।” বজ্ৰদীপ্ত যুগল চক্ষে সুলতান বুলবান চর-পরিষদ-পতিরে করেন সঙ্কেতে আহবান । নিভৃতে তাহারে কি কহিল নৃপ, নিমিযে ছুটিল চর, 3% У X o