পাতা:বিদায়-আরতি.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি শিলার স্বর্গে বসি মশগুল যশের মালা সে গাথে, শিষ্য একাকী পিছনে দাড়ায়ে পান-বাট লয়ে হাতে । অার কারো নাই প্রবেশাধিকার তার সে কৰ্ম্মশালে, স্তম্ভারণ্যে তপোবন রচি” প্রাণের আরতি ঢালে । ছেনী দিয়ে কাটে, সারাবেল খাটে, স্বপ্নাবিষ্ট জাগি', মাঝে মাঝে হাত বাড়াইয়া পিছে তাম্বল লয় মাগি’— ফিরে তাকাবার অবসর নাই ; দীর্ঘ দিবস ধরি’ অাদরীর গায়ে অাদর মাখায়ে রচে স্বর্গের পরী ! সহসা কি করি হাতের হাতুড়ি ঠিকরি পড়িল নীচে, দোসর হাতুড়ি নিতে তাড়াতাড়ি শিল্পী চাহিল পিছে । পিছে চেয়ে গুণী ওঠে চমকিয় বিস্ময়ে আঁখি থির— তারি ডিবা হাতে কাঞ্চী-নরেশ দাড়ায়ে মুকুট-শির ! “একি ! মহারাজ !” কয় গুণরাজ, “অপরাধ হয় মোর, দিন মোরে দিন . প্রভূরে কি সাজে ? রাজা কন “দিন-ভোর এমনি দাড়ায়ে আছি ডিবা হাতে, জোগায়েছি তাম্বুল, দেখিতে তোমার স্বজন-কৰ্ম্ম, পাথরে ফোটানো ফুল, তন্ময় তুমি পাও নাই টের, কখন এসেছি আমি, মোর ইঙ্গিতে কখন যে তব শিষ্য গিয়েছে নামি’, কাজের ব্যাঘাত পাছে ঘটে ভেবে ডিবাটি লইয়া চান্তি’ শিষ্যকৃত্য করেছি গুণীর হয়ে করঙ্ক-বাহী।” রাজার বচন শুনি লজ্জায় গুণী, কহে জগনু পাতি’ “মার্জন কর দাসেরে, হে প্রভু, কাজের নেশায় মাতি’ অজানিতে আজ ঘটায়েছে দাস রাজার অমর্য্যাদা, সাজা দিন মোরে।” রাজা কন, “গুণী, তব গুণে আমি বঁtধl, ওঠ গুণরাজ ! আমি পাই লাজ, তোমারে কি দিব সাজা, বিধির স্বজন-বিভূতি-ভূষিত তুমি সে প্রকৃত রাজা । ১২৪ ልቃ