পাতা:বিদায়-আরতি.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি ( কোরাস ) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং দ্যাখ U요리 FI তারে Inter-caste marriage hang পাতিল-বিল বাতিল—এই— ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং ! ছাপাখান হয়ে ছত্রিশ জাতে শাস্ত্র বেবাক পড়িছে হায়, নাই পয়ে পেয়ে অলপ্লেয়ের মাথায় ক্রমশঃ চড়িতে চায় ভালে। ছিল যবে শাস্ত্র শিকায়, ধৰ্ম্ম ছিলেন টিকিতে ভোঃ ছোট মুখে শুনি বড় বড় কথা, তর্কে না দ্যায় টিকিতে, ওঃ শাস্ত্র-তর্ক তোরা কি জানিস ? ভারি দেখি আম্পৰ্দ্ধা যে ! জোড়া-ঠ্যাংওলা শাস্ত্র আমরা,

  • আমাদিগে নাই শ্রদ্ধা রে । তর্ক মোদের শুনে হাসি পায়,

হায় রে গণ্ডমূর্থ হায় ! শাস্ত্র-তত্ত্ব সোজা নয় মূঢ়, পূর্ণ সে গৃঢ় সুক্ষতায় ! ( কোরাস ) ড্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং নাস্তিক সব তার্কিক hang ! পাতিল-বিল বাতিল—এই— ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং ! У О о