পাতা:বিদায়-আরতি.djvu/১৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পifতল-প্রমাদ ওকি ফের গুজ গাজ ! কাণ্ড কি আজ ! ফের হাউমাউ ! চাও কি বাপু ? হেরে হেরে দেবো হারিয়ে সবারে, বচনে কখনো হব না কাবু। কি ? শৈব বিবাহ ? গোস্বামী-মত ? বাধ্য নাহিক শুনিতে অত ; গোস্বামী-মত হবে সে পরাহে,— শ্রদ্ধাহীনের তর্ক যত । দ্যাখ শুনে যাও শুধু, তর্ক করে না, কথার উপরে কয়ে না কথা, নিজের গলাটা জাহির করিতে বাহির কোরো ন ছুতো ও নত । আমরা বলিব, তোমরা শুনিবে, এই সনাতন দেশের রীতি, মোদের দিয়ে থুয়ে তোরা ভক্তি করিবি, নিয়ে থুয়ে মোরা জানাব প্রীতি । তর্ক করো না, তর্কের শেষ হয় না কখনো জান না তা কি ? হেঁ হেঁ গণেশের কলা-বেীকে দেখিয়ে শেষে উদ্ভিদ-বিয়ে চালাবে নাকি ? ( কোরাস ) ড্যtডাং ড্যাং ড্যাডাং ড্যাং Inter-casto marriago hang ! পাতিল-বিল বাতিল—এই— ছ্যাডাং ড্যাং ড্যাডাং ড্যাং ! లిరి