পাতা:বিদায়-আরতি.djvu/১৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধুমাধবী রাত-বিরাতে কখন এলে, মৌন-চারিণী । সবুজ-সবুজ উড়িয়ে নিশান, জানতে পারেনি । পাতায় পাতায় পাখ পাখালির নাচন অনন্ত, বসত বাধার যুক্তি ওদের দিকনা বসন্ত । আশথ-পাতা বোটার বাধন এড়িয়ে যেতে চায়, পান্ন-চিকন পাতার পাথার উল্লাসে উথ লায় । ফর্দা হওয়ার পর্দাতে গান কোকিল ধরেছে, চন্ননা তার কণ্ঠী চুনীর ঝালিয়ে পরেছে ! রসাল ডালে লাল কিশলয় লুকিয়ে ছিল যে, কিশোর চুমায় মলয় তারে দুলিয়ে দিল রে ! স্যাম-সোনেলার শু্যাম্পেনে বুদ বাতাস ঢেউ তোলে, নাহক-খুসীর নাস্তানাবুদ ডালপালা দোলে । নিশ্বাসে তোর শীতের হাওয়ায় বাসন্তী শীৎকার ! দিলাদরিয়ার ঢেউ দিয়েছে তোমায় চমৎকার রামধনু তুই মাড়িয়ে এলি—অশোক ফুটিয়ে,— অপাঙ্গে কি ভঙ্গী করে ভোমরা ছুটিয়ে ! চাচর কেশে নাগকেশরের ঝাপটা জড়োয়ার, দুই কানে দুই চাপার কলি, গলায় বেলীর হার ! বুক-জুড়ে তোর সজ নে-ফুলের মোতির সাতনরী, স্বজনী তুই মন-স্বজনের সুন্দরী পরী ! কাচ গায়ের লাবণ্যে যায় দুনিয়া ছাপিয়ে, পাপিয়। কুজে প্রসাদ-আঁখির প্রসন্ন-প্রিয়ে ! > రిఆ