পাতা:বিদায়-আরতি.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরতের আলোয় ফুলের পাখা ঢুলীও তুমি রজনীগন্ধার, অঙ্গে তোমার দীপ্তি উষার, অপাঙ্গে সন্ধ্যার ! অ-ধর তোমার অঙ্গ-বিভা, স্বপন-মনোহর, অনঙ্গের ও আলগা চুমার সয় না যেন ভর | ঝপ টানে তোর মুখটি মাজা, সোহাগশালিনী ! মূৰ্ত্তিমতী স্ত্রীপঞ্চমী বকুল-মালিনী ! কপূরে চাদ জালিয়ে বাতি সকল রাতি-ভোর তারায় তারায় আলোর ঝারায় বরণ করে তোর ! অস্বরে তোর ওড়না ওড়ে, বসন্ত-বাহার ! মিহিন খাপি সিন্ধু-কাফি পি ধন চমৎকার ! আঁচল হেনে পিয়াল-বনে করিস রে অগলা, ধূলায় ফেলিস মহুয়া-ফুলের ভৰ্ত্তি পিয়ালা ! পূর্ণিমা তোর হাস্ত্যে মধুর হৃদয়-হারিণী ! আঁখিব লীলায় লাস্য, নীরব স্বপ্ন-চারিণী । শরতের আলোয় ( গান ) তাজ চোখে মথে হাসি নিয়ে মন জানিয়ে— কণর পানে তুই চাস অমন ক’রে ? হ্যাদে লে। আমায় বল সখী ! ও কি ! ও কি ! নিব ল হাসি— প্রাণ উদাসী— চোখের কোলে জল এল ভ’রে >br ר כ\ צ