পাতা:বিদায়-আরতি.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি সৌরভে তোর বিভোর ভুবন মগজ সে মস্গুল, ধূপের বাতি আগুন হয়ে ওঠে, অগুরু-বাস আগুন-উছাস বিহবলে বিলকুল, সংজ্ঞাহারা বকুল ভূয়ে লোটে । শামার শিসে কোন ইসারা করিসূ গো তুই কারে— মন গোপনে ওঠে কেমন ক’রে, চির-যুগের বিরহী ধায় তোমার অভিসারে অশ্রু-মুক্তা-অর্ঘ্যে ছ’হাত ভরে । চাদের আলোর রাজ্যে রাণী তুমি চাদের কোণা, মৰ্ত্ত্যজনের চির-অধর তুমি, স্বৰ্গ তোমার প্রসাদ-হাসি, স্বপ্নে আনাগোন, মূচ্ছে তৃষা তোমার আভাস চুমি’। আনন্দে তোর নিত্য-বোধন, পূজা শিরীষ-ফুলে, আরতি তোর আঁখির জ্যোতি দিয়ে, রিক্ত তুমি সন্ধ্যা-মেঘের রক্ত-নদীর কূলে, পূর্ণ তুমি প্রাণের পুটে প্রিয়ে ! পারিজাতের পাপড়ি তুমি ইন্দ্রেরি উদ্যানে, রাঙা তুমি একুশে হোমের ধূমে, তপ্ত সোনার মূৰ্ত্তি তুমি নিদাঘ-দিনের ধ্যানে, ফুৰ্ত্তি তোমার পদ্মরাগের ঘুমে ।

  • 8२