পাতা:বিদায়-আরতি.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি নরম । চোপ ! চোপ, চোপ ! আমরা বক্তা, স্পীচ মঞ্চের আমরা তক্তা, আমরাই হব উজীর নাজীর, দেরে-না দেরে-না দ্রিম্‌ ! গরম । মরি ! মরি । মরি | মস্ত গরিমা,— মর্য্যাদার তো নাহি দেখি সীমা,— মরে পরে মার,—হাড়মাস কীমা,— নেপথ্যে । সম্প্রতি টিম টিম — বন্যাদায় দামোদরের উদরে তাজ একী ক্ষধ। সৰ্ব্বগ্রাসী ! বঁtধ ভেঙে, হায়, হন্ত হয়ে বন্ত এল সৰ্ব্বনাশী । রাঙামাটির মুলুকে আর রাঙামাটির নেই নিশান, চারিদিকে অকুল পাথার—চারিদিকে জলের হান । দেউলগুলোর ছয়োর ভেঙ্গে ঢেউ ঢুকেছে হল্লা ক’রে— পয়সা নিতে পাণ্ডা-পুরুং দাড়ায়-নি কেউ কবাট ধ’রে । নীচু হওয়ার নানান ছখ—খুলে কি আর বলব বেশী— বর্ষা হল কোন পাহাড়ে—ড়ব ল নাবাল বাংলা দেশই । এ দামোদর গোবিন্দ নয় ;–গো-ব্রাহ্মণের নয় এ মিতে— হাজার গরু ডুবিয়ে মারে,—ধ্বংস করে হর্ষচিতে । জগংহিতের ধার ধারে না, অন্ধ অধীর অকুল-ধারা, আপন ধৰ্ম্মে ধায় সে শুধু ক্রুদ্ধ যমের মহিষ পারা ; وخ 8 وج