পাতা:বিদায়-আরতি.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্যাদায় এই মহিষের বাকা দু’শিং—তাতে আকাল মড়ক বসে, ঢুসিয়ে চলে ডাইনে বামে, সোনার দেশের পজির খসে ! এ দামোদর গোবিন্দ নয়—মৃষ্টি যেজন পালন করে ; লম্বোদরী জন্তলা এ গজ গিলেছে দস্তুভরে । মুছে গেছে গ্রামের চিহ্ন, চেটে নেছে ভিটের মাটি ; মরণ-টানে টানছে ডুরি,—সাতটা জেলায় কান্নাকাটি। ধনে প্রাণে ঢের গিয়েছে—হিসাব তাহার কেউ জানে না । ছন্দছাড়া, বন্ধুহারা,—ঘরে তাদের কেউ আনে না । আলগা চালার কাছিম-পিঠে যাচ্ছে ভেসে কেউ পাথরে, পুড়ছে রোদে উপবাসী, ভিজছে মুষলবৃষ্টিধারে ; হারিয়েছে কেউ পুত্র কন্যা, হারিয়েছে কেউ বৃদ্ধ মায়, অাজকে আধা বাংলা দেশে ঘরে ঘরে বন্যাদায় । অন্ধ, বুড়া, পঙ্গ কত পালিয়ে যাবার পায়নি দিশ । কত শিশুর জীবন-উষায় এসেছে হায় অকাল-নিশা ; কত নারী বিধবা আজ, অনাথ কত সদ্য-বধু ! কত যুবার অস্বাদিত রইল জগৎ-ফুলের মধু। বর-কনেতে ভাসছে জলে হলুদ-বরণ স্থত হাতে ফুল-সেজে কার কাল এসেছে—বান এসেছে বিয়ের রাতে । জল ঢুকেছে সাত শো গায়ে, হাজার-ফোকর মৌচাকেতে। ধুয়ে গেছে মধুর ধারা, সঞ্চিত আর নাইক খেতে । বট-পাকুড়ের ফেঁকুড়িগুলো অবশ হাতে পাকুড়ে ধরে কত লোক আজ কষ্টে কাটায় সাপের সঙ্গে বসত ক’রে । অবাক হয়ে রয়েছে সব অসম্ভবের আবির্ভাবে, সত্য স্বপন গুলিয়ে গেছে,—কেবল আকাশ-পাতাল ভাবে । X 8 *