পাতা:বিদায়-আরতি.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ត្រុំ উদাসী আজ কাজের মানুষ সকল-শূন্য-হওয়ার শোকে, শুনছে না সে কিছুই কানে, দেখছে না সে কিছুই চোখে ; দেশের যারা পুষ্টি কান্তি সেই চাষীদের পানে চাও, বন্যাদায়ে নিঃসহায়ে ভিক্ষা দাও গো ভিক্ষণ দাও । অম্বুজ সমান ছাত্রেরা আজ অগ্রজেরি কার্য্য করে,— দেশের কাজে অগ্রে চলে—স্বেচ্ছাসেবার দুঃখ বরে । আজ কে যেন প্রলয়-বুকে লুপ্ত জ্যোতিলেখা হাসে– ক্ষুদ্র দানের বটের পাতায় ভাবী দিনের ইষ্ট ভাসে ; দুঃখীরূপে তুঃখহারী আজ আমাদের নেবেন সেবা, ছন্দুভি তার উঠল বেজে, না যাবে আজ এগিয়ে কেব ! সৰ্ব্বভূতের অন্তরাত্মা আজকে শোনো উঠছে কেঁদে – বধির হয়ে থাকবে কে আজ ব্যর্থ জীবন বক্ষে বেঁধে ? এ দায় নহে ব্যক্তিগত— যেমন-ধারা কন্যাদায়, বাংলা জুড়ে রোল উঠেছে—আজ আমাদের বন্যাদায় । আছেন দেশে দুঃখহারী লক্ষদাতা কোটশ্বর, তাদের পুণ্যে লক্ষ প্রাণী দেখবে ফিরে স্থবৎসর , কিন্তু তাও যথেষ্ট নয়—সপ্ত কোটির এদেশটিতে । ভরতে হবে ভিক্ষাপাত্র ক্ষুদ্র দানের সমষ্টিতে। শাকাম্নের যে দু’এক কণা বঁাচে তোমার আমার ঘরে— নিবেদিয়া দাও তা’ আজি নারায়ণের তৃপ্তি তরে ! তুষ্টিতে তার জগৎ তুষ্ট—দুৰ্ব্বাসারও ক্ষুধা হরে, র্তার নামে দাও মুষ্টিভিক্ষা, জয় হবে দুর্ভিক্ষ-’পরে। গরীব-সেবাই হরির সেবা-ভারতবাসী ভুলছ তাও ? বন্যাদায়ে নিঃসহায়ে ভিক্ষা দাও গো ভিক্ষা দাও । > ᏰᏑa