পাতা:বিদায়-আরতি.djvu/১৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আয়তি মরুভূমির মানুষ যারা—মরা জলের দেশে থাকে— তাদেরও প্রাণ সরস আজি —মরম বোঝে, ধরম রাখে ; তারাও আজি মৰ্ত্ত্যে বসি’ চিত্ত-আরাম-স্বৰ্গ লভে, দুঃস্থ শিরে ভগবানের ছত্র ধরে সগৌরবে । সার্থকতা দ্বারে তোমার, বন্ধ কর ব্যর্থ কথা, মরম দিয়ে মরম বোঝ ঘুচাও মনের দরিদ্রতা ; ঘুচাও কুষ্ঠা ওগো বন্ধু ! শক্তি কারো তুচ্ছ নয়, হিম হতে যে বাষ্প লঘু,—তাতেই বাদল বন্যা হয় । যুগে যুগে পুণ্য খোজ,—পুণ্য আজি তোমায় চায়, শূন্ত হাতে ফিরিয়ো ন গো ; রক্ষা কর বন্যাদায় । গুণী-দরবার .আমরা সবাই নাই ভিড়ে ভাই, নাই মোরা নাই দলে, বাস অামাদের গন্ধরাজের পরিমল-মণ্ডলে ! আমরা জানিনে চিনিনে শুনিনে আমরা জানিনে কারে, হৃদয়ে যাহার রাজ্য—কেবল রাজ-পূজা দিই তারে ; মন যদি মানে তবেই মানি গো পুলক-অশ্রুজলে । У Ф. е.