পাতা:বিদায়-আরতি.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি বাণী তব বিশ্ব ছায় কুবেরেরও পূজা পায়, পূজা পায় পুষ্পলাবী রতন কাঞ্চন, তারি সঙ্গে অনুক্ষণ মোরা করি নিবেদন অনুরক্ত হৃদয়ের আরক্ত চন্দন । নবজীবনের গান বাজা রে শঙ্খ, সাজ দীপমালা, হাতে হাতে আজি মিল রে ভাই ভারতে উদয় হয় নেশনের— এসেছে সময় দেরী তো নাই । যমুনার কালো জলের সঙ্গে কবে কোলাকুলি গঙ্গাজল, যুবন প্রাণের গান শোনা যায়, উড়ায়ে নিশান চল রে চল । আত্মপূজার আত্মম্ভরী রাক্ষসীটারে বাধিয়া রাখ, গাই-গোত্রের গ্রাম্য স্বার্থ যুক্তবেণীর জলে মিলাক । ছত্রিশ জাতে ছত্রিশ ভাগে হ’য়ে অাছে জরা-সন্ধ দেশ, পরায়ে বজ-কঙ্কণ তারে ঐক্যে র্বাধিয়া ঘুচ রে ক্লেশ । চির-যুব প্রাণ করে আহবান, ভগবান আজি সহায় তোর, S (1 8