পাতা:বিদায়-আরতি.djvu/১৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবজীবনের গান বাজা রে শঙ্খ, সাজা দীপমালা, হাতে হাতে আজি মিলা রে ভাই । ভারতে উদয় মহাসজেঘর এসেছে সময় দেরী তো নাই । ক্ষত্রিয় হ’ল প্রখ্যাত অাজ ক্ষত্র-ত্রাণের অক্ষমতায়, ষড়ভাগ আর দক্ষিণ দাবী মানিবে কি কেহ মুখের কথায় ? বৃহতী বসুধা,—কে মিটাবে ক্ষুধা,— বৃহৎ প্রাণের দীক্ষা নেবে ? জনসাধারণে করাবে ধারণ মহীয়ান ব্রহমণ্য-দেবে ! জন-সাধারণ করুক গ্ৰহণ যুগ-সঞ্চিত জ্ঞানের চাবাঁ, বল হাসিমুখে, ‘দিলাম—দিলাম— দিলাম—না রেখে কিছুরই দাবী ’ এক বিরাটের অঙ্গ সবাই, বিকারে রক্ত চড়েছে শিরে ;– মাথার রক্ত মাথা হ’তে নেমে ঘুরিয়া ফিরুক, সব শরীরে । স্বাস্থ্য ফিরুক, শক্তি ফিরুক, কান্তি ফিরুক, বাচুক প্রাণ, হৃদয়ের কল চলুক সহজে, দূরে যাক গ্লানি কালিমা মান । Y & 4