পাতা:বিদায়-আরতি.djvu/১৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s কোরাস | t নবজীবনের গান বাজা রে শঙ্খ, সাজ দীপমালা, হাতে হাতে আজি মিল রে ভাই ভারতে উদয় বিশ্বরূপের— এসেছে সময় দেরী তো নাই । এসেছে মুদিন, ওঠ ওরে দীন ! তোরে প্রসন্ন আজি বিধাতা, হের নেশনের প্রেসব-ব্যথায় আতুর বিধুরা ভারত-মাতা । গণকের দল বলিছে কেবল এখন প্রসব বন্ধ থাক, দেরী নাকি ঢের শুভ লগনের,— পেচকের বুলি চুলাতে যাক । ভাবী নেশনের নিশান উড়া রে, পেয়েছি নিশান দ্যtখ রে ভাই, জাতে জাতে হাতে হাতে মিলাইতে বাড়িয়েছে হাত হের সবাই ! কে আছিস জড়ভরতের মত মিছে আচারের মুখেতে চেয়ে, শক্তি সাধনে সমান আসনে তুলে নিতে হয় হাড়ীরও মেয়ে । নেশনের শিব প্রণণে জাগে যার শৈব-বিধানে হবে সে বর, গোস্বামী-মত খুলিবে দরজা মন্ত্র যদি আজ করেনই পর । (t నె