পাতা:বিদায়-আরতি.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদায়-আরতি [ বাজ রে শঙ্খ, সাজা দীপমালা, | হাতে হাতে আজি মিল রে ভাই কোবাস ভারতে উদয় মহামানবের— \ এসেছে সময় দেরী তো নাই । মিলন ঘটেছে কত জগতে জগতে, কত শ্রেণী সাথে মিশেছে শ্রেণী, তাই ত সাগর-সঙ্গম আর তীর্থ মোদের যুক্তবেণী । হ’য়ে গেছে বিয়ে, দ্যাখ না তাকিয়ে হর-হৃদে তাই কালী বিরাজে, শ্রাম জলধরে তাই ত দামিনী রাই শোভে সারা ভারত মাঝে , হ’য়ে গেছে বিয়ে ; নাই সঙ্কোচ সত্যে স্বীকার করিতে কতু, মহা-মিলনের রাখী হাতে হাতে বাধেন নীরবে জগৎ-প্রভু । বাহান্ন পীট এক হবে যাহে উচ্চারে। সেই মন্ত্র তবে, আনো শক্তির কঙ্কালগুলি— মহাশক্তির উদয় হবে ; ছোট ছোট সব দেউল টুটিয়া মিলুক দেবীর শক্তিরাশি, ভারতে আবার জাগুক উদার উদাসী শিবের প্রসাদ-হাসি ।