পাতা:বিদায়-আরতি.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখের গান হিমালয় হতে মলয়ালয়ম তাহারি আভাসে পুলকাকুল, প্রলয়-পয়োধি-জলে তাই ফিরে ফুটে ওঠে হের পদ্মফুল । মহাজীবনের বাৰ্ত্ত এসেছে মহামিলনের লয়ে নিশান, ডাকে ভবিষ্য, ডাকিছে বিশ্ব, করিছে ইসারা বৰ্ত্তমান । বাজা রে শঙ্খ, সাজা দীপমালা, কোরাস- হাতে হাতে আজি মিলা রে ভাই । ভারতে উদয় হয় বিরাটের— { এসেছে সময় দেরী তো নাই | বৈশাখেৱ গান চলে ধীরে ! ধীরে । ধীরে ! অনিবার মৃত্নধারা ঘিরে ঘিরে ধরণীরে । ধীরে ! ধীরে ! ধীরে ! খর রৌদ্রে বায়ু মূচ্ছে, জলে জ্বালা, চির স্বপ্নে রহে চম্পা চিল্প-বালা, তমু-আলা চলে যাত্রী, ওড়ে ধূলি ঘুরে ফিরে । ধীরে । ধীরে । ধীরে ! (ك مایلا