পাতা:বিদায়-আরতি.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

চর্ম্মচোখে রক্ত ঝরে দারুণ সে দৃশ্যে,
মর্ম্মচোখে কেবল দেখি......নৃসিংহ বিশ্বে!
 *   *   *
হায় ক্ষমতার অপপ্রয়োগ!....হাহা রে আফ্‌শোষ,
অপ্রযুক্ত দণ্ড এ যে,... জাগায় বিধির রোষ!
কি দোষ বাছার বুঝ্‌তে নারি, অবাক্‌ চোখে চাই,
ইচ্ছা করে এ দেশ ছেড়ে অন্য কোথাও যাই—
অন্য কোথাও—অন্য কোথাও—এ রাজ্যে আর নয়,
ভাগ্যে আমার স্বর্গপুরী হ’ল ভীষণ-ভয়,
চোখের আগে কেবল জাগে ছেলের মলিন মুখ,
খড়েগ জেতা স্বর্গপুরে নাই রে স্বর্গ-সুখ।
বুঝ্‌তে নারি কী দোষ বাছার,... ভাবি অহর্নিশ,
ষণ্ড গুরুর শিক্ষা পেয়েও ষণ্ডামি তার বিষ,...
এই কি কসুর অপাপ শিশুর? হায় রে কে জানে,
বিহবলতায় বিকল করে এ মোর পরাণে।...
ফিরে এল শিক্ষা-শেষে শিশু পুলক-মন,
ভীষণ সাপের আবর্ত্তে হায় এই সমাবর্ত্তন!
প্রশ্ন হ’ল—“কি শিখেছে?” রাজার সভা-মাঝে
কয় শিশু-—“তাঁর নাম শিখেছি রাজার রাজা যে;
যাঁর আদি নাই, অন্তও নাই, যে-জন চিরন্তন,
সত্য-মূর্ত্তি স্বতঃস্ফূর্ত্তি অরূপ নিরঞ্জন,
তিন ভুবনের প্রভু যিনি, প্রভু যে চার যুগে,
শিখেছি নাম জপ্‌তে তাঁহার, গাইতে সে নাম মুখে।”
ছেলেব বোলে রুষ্ট রাজা দেবত্ব-লোভী,
ছেলের দেব-প্রেমে দ্যাখেন বিদ্রোহ-ছবি।

১২