পাতা:বিদায়-আরতি.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

কয়াধু

বিধির বরে দেব্‌তা-মানুষ-পশুর অবধ্য
মাতেন পিয়ে অহঙ্কারের অপাচ্য মদ্য।
ভাবেন মনে “হইছি আমর” অবধ্য বলেই!
পরের বধ্য নয় ব’লে, হায়, মৃত্যু ষেন নেই!
দেবতা-মানুষ-পশুর বাইরে কেউ যেন নেই আর
বলের দর্পে দণ্ড দিতে; এম্‌নি ব্যবহার!
দাবী করেন দেবের প্রাণ যজ্ঞ-হবির ভাগ,
ভগবানের জয়-গানে হায় বাড়ে উহার রাগ!
উনিই ষেন রুদ্র, মরুৎ, উনিই সূর্য্য, সোম,
ক্ষণস্থায়ী রাজ্যমদে দণ্ডধারী যম।
ইন্দ্র উনি ইন্দ্রজয়ী, জয়ন্ত, জিষ্ণু,
এক্‌লা উনি সব দেবতা, নাসত্য, বিষ্ণু।
ছেলের বোলে ক্রোধোন্মত্ত দৈত্য ধুরন্ধর,
“আমার আগে অন্যে বলে ত্রিভুবনেশ্বর!
রাজদ্বেষী আমন ছেলে, ফল বা কি জীয়ে?
ডুবিয়ে দেব নির্য্যাতনের নরক সৃজিয়ে।
খর্ব্ব করে রাজায় যে তার রাখ্‌ব না মাথা,
দণ্ডবিধান কর্‌ব, স্বয়ং আমিই বিধাতা!”
বাক্য শুনে বালক বলে বিনয় বচনে—
“হৃদয় আমার নিরত যাঁর অর্ঘ্য-রচনে,
পিতার পিতা মাতার মাতা রাজার রাজা সেই,
সত্য তিনি নিত্য তিনি তাঁর তুলনা নেই;
পিতা গুরু,... মান্য করি,... শ্রদ্ধা দিই ভূপে,...
তাই ব’লে হায় ভুল্‌তে নারি সত্য-স্বরূপে।
আত্মা.... আপন বিশিষ্টতা... কব্‌ব না ক্ষুন্ন,...
স্মরণে যাঁর মরণ মরে,... কীর্ত্তনে পুণ্য,...

১৩