পাতা:বিদায়-আরতি.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

সে নাম আমি ছাড়্‌ব নাকো, ছাড়্‌ব না নিশ্চয়;
অঙ্গে যিনি, অস্ত্রে তিনি,—শাস্তিতে কি ভয়?”
কথার শেষে কোটাল এসে বাঁধলে ক’সে তায়,
শান্ত শিশু হাস্‌ল শুধু শিষ্ট উপেক্ষায়।
চ’লে গেল শাস্তি নিতে নিরীহ প্রহলাদ—
আত্মলাভের মূল্য দিতে প্রহারে সাহলাদ!
মিনতি-বাল্‌ বলতে গেলাম দৈত্যপতিরে
বিমুখ হ’য়ে, আঁকড়ে বুকে নিলাম ক্ষতিরে,
ছেড়ে এলাম সভাগৃহ বাক্য-যন্ত্রণায়
সিংহাসনের আসনে ভাগ ঠেলে এলাম পায়,
ভাব-দেহে যাই লাগল আঘাত, হায় রে কয়াধু,
স্থূল-শরীরও মরিয়া হ’ল, টিক্‌ল না যাদু।
চ’লে এলাম রাজ্য রাজা ডুবিয়ে উপেক্ষায়,—
সত্য যেথা পায় না আদর চিত্ত বিমুখ তায়।
আসার পথে দেখে এলাম কেবল অলক্ষণ,—
বিম্বিল মোর বিধবা-বেশ স্তম্ভ অগণন।
ব্যাকুল চোখে চাইতে ফাঁকে চোখ হ’ল বন্ধ,
মশানে স্ব-মুণ্ডে লাথি ঝাড়্‌ছে কবন্ধ!
ক্ষিপ্ত-পারা আকাশে চাই, সেথায় দেখি হয়,
রক্ত-স্নাত সিংহ-শীর্ষ পুরুষ অতিকায়,
অঙ্গে তাহার লুটায় কে রে মুকুট-পরা শির,
সিংহনখে ছিন্ন অন্ত্র চৌদিকে রুধির।
দু’হাতে চোখ ঢেকে এলাম অন্ধ আশঙ্কায়
ভিত্তি-’পরে কপাল ঠুকে কেবল প্রতি পায়।
সেই অবধি শুন্‌ছি কেবল অন্তরে গুর্‌গুর্‌
বিসর্জ্জনের বাজ্‌না বাজায় বিপর্য্যয়ের সুর,

১৪