পাতা:বিদায়-আরতি.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মল্লিকুমারী

হে অশোক! মোর তপের সাক্ষী,
তুমি জানো মোর সকল কথা,
স্তব্ধ বৃক্ষ! তোমার তলায়
সিদ্ধ-শিলার পাই বারতা।
নিদাঘে দহিয়া, বাদল সহিয়া
জীর্ণ করেছি দেহের দ্রোহ,
গুণ-স্থানের দ্বাদশ সোপানে;
তবু নয় উপশান্ত মোহ!
তবু সংশয়, তবু মনে হয়
মৈত্রী এ মোর সর্ব্বভূতে
এ শুধু নারার মাতৃ-হিয়ার
মমতা,—দূরে না যায় কিছুতে।
বর্জ্জন যারে করেছি কঠোরে,
সে এসেছে চুপে ছদ্মবেশে,—
স্নেহ ঘন মোহ-বন্ধন-জালে
জড়ায়ে আমায় বাঁধিতে শেষে!
অগাধের মীন, পথের পিপীলি’
হ’য়ে ওঠে ক্রমে পুত্রসম;
অশোক! অশোক! ফুটাও আলোক,
ভাবনার গ্লানি নাশো এ মম।
খেলাঘরে ছিল পুতুল যাহারা
সব স্নেহ মোর দখল ক’রে
মিনতি করিল মা হ’তে তাহারা
একদা নিশীথে স্বপ্নঘোরে।
মূরতি ধরিয়া আমারে সাধিল
আমার হিয়ার মাতৃস্নেহ;

১৭