পাতা:বিদায়-আরতি.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মল্লিকুমারী

তৃণে অঙ্কুর সেই তৃষাতুর—
থাকে পথ চেয়ে, মনেতে মানি,
নিত্য তাদের তৃষ্ণ মিটাই
কলসে কলসে সলিল আনি’।
পাখী হ’য়ে আসে করিয়া কাকলি
যেন জানেনাক’ আমায় বিনে;
পিপীলিকা হ’য়ে ফেরে পায় পায়,
চিনি দিব আমি রেখেছে চিনে।
মীন হ’য়ে চায় অনিমেষ-আঁখি
আমারি হাতের অন্ন লাগি’,
অতলের ডেরা ছেড়ে আসে এরা
যেন রে আমারি মমতা মাগি’।
মনে হয় এই চির-কুমারীর
মানস-পুত্র ইহারা সবে,
বিশ্বের প্রাণ করে আহ্বান
মোরে নিশিদিন, নীরব রবে।
মুখ চেয়ে থাকে, মা বলিয়া ডাকে,
ভুলে ভুলে যাই আমি কুম -।
এ-কি অনুরাগ-বন্ধন? হায়!
এ কি অপরূপ বুঝিতে নারি।
অঞ্জলি যার অন্নের থালি,
তরুতল যার হয়েছে গেহ,
এ কি মাতৃতা-তৃষ্ণা তাহার
এ কি ব্রতঘাতী ছদ্ম স্নেহ।
অশোক! অশোক! খুলে দাও চোখ,
তুমি যে আমার তপের তরু,

১৯