পাতা:বিদায়-আরতি.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মল্লিকুমারী

আমার তপের সাক্ষী-পাদপে
অকালে প্রসাদ-ফুল ফুটেছে?
জ্ঞান-আবরণ হ’ল রে মোচন,
মোহনীয় কিছু নাইক প্রাণে,
শুক্ল-ধেয়ানে সাঁতারিয়া চলি
অযোগ-কেবলী গুণস্থানে।
দেহ-কর্পূর যায় কোন্‌ দূর,
মনে অনস্ত-বলের লীলা,
জ্ঞান অনন্ত, আফুরান্‌ সুখ,
নাগালে আমার সিদ্ধশিলা।
মমতার পথে মোক্ষ আমার,
সাধনা আমার ত্রিকাল ভরি’,
বিত্ত আমার চির-চারিত্র,
হৃদয়ে ললাটে রত্ন ধরি।
প্রসূতি না হ’য়ে শত সন্তান
পেয়েছি, হৃদয়ে নিয়েছি টানি’;
প্রসবের ব্যথা যে খুসী সে নিক
পালনের ব্যথা অণমারি জানি।
যুগলিক-যুগে হয়নি জনম,
যুগল-সাধনা আমার নহে,
সেই সাধনার সার যে মমতা
মনে ভায়, মোর রক্তে বহে।
নিখিল প্রাণীর পাপ্‌ড়ি মিলায়ে
মমতার কোলে দিয়েছি মম,
নিখিল প্রাণের চন্দ্রমল্লী
এ হৃদয়ে ভায় চন্দ্র সম!

২১