পাতা:বিদায়-আরতি.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

একটি চামেলীর প্রতি


জ্যোৎস্না-জলের তুই নলিনী
পাল্‌লে তোরে কোন্‌ মালিনী,
কোন্‌ হাটে তোর বিকিকিনি
জান্‌তে কুতূহল!


সব্‌জে ঝোপের পান্না-ঝাঁপি
রাখতে নারে তোমায় ছাপি’;
বাতাস দেছে ঘুরিয়ে চাবি
আল্‌গা মনের কল!


সৌরভে তোর স্বপন বলে,
বুল্‌বুলে দ্যায় কণ্ঠ খুলে,
পাপিয়া মাতাল মনের ভুলে
বক্‌ছে অনর্গল!


তোর নিশাসের মসব্বরে
মুসাফিরের মগজ ভরে,
ফুটায় মনে কি মন্তরে
খুসীর শতদল!
অধরে তোর কোন্‌ রূপসীর
হাসির পরিমল!
চামেলি তুই বল্‌।


২৩