পাতা:বিদায়-আরতি.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

সন্দেহী সে ভাবছে—তোমার অব্যাহত কল্যাণেরি ধারা
বন্ধুরতায় বিফল নরলোকে,
চর্ম্মচোখের আর্শী হ’তে দিনে দিনে যাচ্ছে ঝ’রে পারা,
এবার জ্যোতি জাগাও মনের চোখে।
বীভৎস দুঃস্বপ্ন-ভরে বিশ্ব-হৃদয় উঠছে মুহু কেঁপে,
হাস্‌ছে যেন ভৈরবী ভৈরবে;
ভয়ের মেঘে ঝাপসা আকাশ, ভয়ের ছায়া সূর্য্যেরে রয় চেপে,
সে ভয় প্রভু! হরে ‘মা ভৈঃ’ রবে।
প্রীতি-শীতল এই পৃথিবী প্রেত-শিল হয় যাদের উপদ্রবে,
রুদ্র-রূপে তাদের কর নত;
দম্ভাসুরের দন্ত কাড়ো, মুখে-মধু কৈতবে—কৈটভে—
মাটির তলে পাঠাও কীটের মত।

রাজ-বিভূতি তোমার শুধু, বিশ্বধাতা! তিন ভুবনের রাজ!
ইঙ্গিতে যার জগৎ মরে বাঁচে;
মৃত্যু যাদের কর্‌বে ধূলো, বিড়ম্বনা তাদের রাজা সাজা,
পোকার-খোরাক তোমার আসন যাচে!
মানুষ সাজে বজ্রধারী, তোমার বজ্রদণ্ড নকল ক’রে,
স্পর্দ্ধাভরে পূজার করে দাবী।
জীয়ন্‌-কাঠির খোঁজ রাখে না, হয় ভগবান মরুণ-কাঠি ধ’রে,
দেবের ভোজো মুখ দিয়ে খায় খাবি।
যায় ভুলে সাম্রাজ্য-মাতাল কোথায় মিশর, কোথায় আসুরিয়া,
খাল্‌দি, তাতার, রোম সে কোথায় আজ,
কই বাবিলন, আরব, ইরাণ? কই মাসিডন, রয় কিনা রয় জীয়া
রখ-পাখীদের জরদগবের সাজ!

২৮