পাতা:বিদায়-আরতি.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হর্ষ-বোধন

কই ভারতের বরুণ-ছত্র—দিগ্বিজয়ীর সাগর-জয়ের স্মৃতি?
মহাসোনা সুখত্রা আজ কার?
যব, শ্রীবিজয়, সমুদ্রিকা, বরুণিকা কাদের বাড়ায় প্রীতি?
সিংহলে কার জয়ের অহঙ্কার?
প’ড়ে আছে অচিন দ্বীপে হিস্পানীয়ার দর্প-দেহের খোলা—
ঝাঁজরা জাহাজ তিমির পাঁজর হেন,
পর্তুগীজের সমান ভাগে গোল পৃথিবীর নিলে যে আধ-গোল
ফিলিপিনায় পিন পুঁতে ঠিক যেন।
কোথায় মায়ারাষ্ট্র বিপুল মাওরি-পেরু-লঙ্কা-মিশর-জোড়া?
ছায়ার দেশে বুঝি স্বপন-রূপে?
হারিয়ে গতি ধাবন-ব্রতী ময়দানবের সিন্ধুচারী ঘোড়া
বাড়ব-শিখায় নিশাস ফেলে চুপে।

আজি বরষের নূতন প্রাতে আলোক-পাতে প্রাণ করে প্রার্থনা—
ওগো প্রভু! ওগো জগৎ-স্বামী!—
প্রণব-গানে নিখিল প্রাণে নবীন যুগেব কর প্রবর্ত্তনা,
জ্যোতির রূপে চিত্তে এস নামি’।
সকল প্রাণে জাগুক রাজা; যাক্‌ রাজাদের রাজাগিরির নেশা;
জগৎ জয়ের যাক্‌ থেমে তাণ্ডব,
ঘুচাও হে দেব! নিঃশেষে এই মানুষ জাতির মানুষ-পেষণ পেশা,
চিরতরে হোক্‌ সে অসম্ভব।
দেশ-বিদেশে শুনছি কেবল রোজ রাজাসন পড়ছে খালি হ’য়ে,
সে-সব আসন দখল কর তুমি,
মালিক! তোমার রাজধানী হোক সকল মুলুক এ বিশ্বনিলয়ে,
সত্যি সনাথ হোক এ মর্ত্তভূমি।

২৯