পাতা:বিদায়-আরতি.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

তোমার নামে মুইয়ে মাথা, অভয়-দাতা! দাঁড়াক জগৎ-প্রজা
ঋজু হ’য়ে তোমার আশীর্ব্বাদে,
তোমার যারা নকল, রাজা! তাদের সাজা আস্‌ছে নেমে সোজা
যুগান্তেরি ভীষণ বজনাদে।
অমঙ্গলের ভুজগ-ফণায় মঙ্গলেরি জ্বল্‌ছে মহামণি
কয় মোরে এই বিভাত-বেলার বিভা;
বিভাবরীর নাই আয়ু আর, বিমল বায়ু বলছে মুকুল গণি’—
কমল-বনে আসছে নবীন দিবা!



সর্ব্বদমন

আদি-সম্রাট্‌ সর্ব্বদমন—
পুরাণেতে যাঁরে ভরত বলে,
যাঁর. নামে সারা ভারতবর্ষ
আজো পরিচিত ভূমণ্ডলে,
শৈশবকালে খেলা ছিল যাঁর
সিংহের দাঁত গণিয়া দ্যাখা,
প্রতিভার বলে আর্য্য-দ্রাবিড়
নিবিড় ক’রে যে বাঁধিল একা,
গঙ্গা-যমুনা-সিন্ধু-কাবেরী
অভিষেক-বারি দিল যে ভূপে,
হিমালয় হ’তে মলয়-নিলয়
অঙ্কিত যাঁর যজ্ঞ-যুপে,

৩০