পাতা:বিদায়-আরতি.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

চণ্ডাল-পনা সব কাজে ওর,
আসে অভিযোগ দিবস-নিশি।
নিখিল প্রজার ওঠে হাহাকার—
কত আর শুনি, কত বা হেরি,
শুধু কলঙ্ক—কেবল পঙ্ক
ওরে ঘিরে যেন হয়েছে ঢেরি!
বেতালের মতো চিত্ত উহার
নিষ্ঠুরতায় নৃত্য করে
ক্ষত্রিয় হ’য়ে খড়গ হানে ও
ক্ষমা-ভিখারীর কণ্ঠ ‘পরে।
বিধাতার ও যে করে অপমান,
রাজার বাড়ায় পণপের বোঝা,
শক্রপুরীর কূপে বিষ দিয়ে
জয়ের রাস্তা করে ও সোজা!
তলোয়ার চেয়ে খুনীর ছোরায়
আস্থা উহার দেখি জেয়াদা,
এ যে অকার্য্য, এ যে অনার্য্য,
এ যে ধর্ম্মের অমর্য্যাদা।
নাম নিতে চায় অতি সস্তায়
যুদ্ধ না ক’রে হত্যা ক’রে,
পিতা আমি ক্ষমা অনেক করেছি,
রাজা আমি দিব শাস্তি ওরে।
রক্ষা-বেতন করিয়া গ্রহণ
সাজা দিতে কত করিব দেরী?—
দেশের ইচ্ছা—দশের ইচ্ছা—
ইচ্ছা সে জগদীশ্বরেরি।

৩২