পাতা:বিদায়-আরতি.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

গেছে কত যুগ, কত দুখ সুখ,
নাই সে সর্ব্বদমন রাজা,
লুপ্ত বংশ, নাম আছে তবু
ন্যায়-ধরমের স্বর্গে তাজা।


ভোমরার গান

কে আসে গুন্‌গুনিয়ে, চেনে তায় কমল চেনে।
অরসিক হল্‌ চেনে তার, রসিক চেনে রস ভিয়েনে।
কালো তার অঙ্গেরি রঙ,
মাখা তায় পরাগ হিরণ,
চ’লে যায় বাজে সারং—হিয়ার সোহাগ হাওয়ায় টেনে

আসে যায় অন্‌মনে ও দুলিয়ে কলি,
চেনে ও ফুল-মুলুকের অলি-গলি।
ওরি মস্তরে কমল
মেলে তার দ্যায় শত দল,
হৃদয়ের সাত-মহলা খুলে দ্যায় বন্ধু মেনে।

তুলে ঢেউ গুঞ্জ-গাথার কুঞ্জে ঘোরে,
মধু-বিষ মিশিয়ে বিধি গড়লে ওরে,
জানে ও হুল ফোটাতে,
জানে ও ভুল ছোটাতে,
পারে ও ফুল ফোটাতে প্রাণের তারে গমক হেনে।

৩৬