পাতা:বিদায়-আরতি.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

তিলক

অটল যে-জন দাঁড়ায়ে ছিল অনেক নির্য্যাতনে
মর্য্যাদারি মৌন ধ্বজা তুলে,
প্রতিষ্ঠা যার লক্ষ লোকের নিষ্ঠাপূত মনে,
চিতায় শুয়ে আজ সে সিন্ধুকূলে।

মারাঠা যার চরণ-পীঁড়ি,— কীর্ত্তি দিগ্বিদিকে,
দৃষ্টিতে যার উঠ্‌তে কমল ফুটে,
বাংলা-মুলুক সত্যি ভালোবাস্‌ত যে বর্গীকে,
নেই রে সে আর হৃদয় নিতে লুটে!

তীর্থ হ’ল কয়েদখানা যাহার ইন্দ্রজালে,
নির্ব্বাসনে কাঁপত না যার হিয়া,
দিল যে-জন দীপ্তি-তিলক দৃপ্ত দেশের ভালে
বজ্র-মেঘের বিহ্ব্যুতে নিছিয়া;—

‘কেশরী’ যার বাহন ছিল— দোসর দেশের শুভ,
স্বাতন্ত্র্যে যে ছিল রাজার মত,
‘স্বরাজ’ ছিল স্বপ্ন যাহার, স্বদেশ-প্রীতি ধ্রুব,
সেই মহাপ্রাণ আজকে মরণ-হত।

সাঁচ্চা পুরুষ-বাচ্চা সে যে মর্দ্দ তেজের ছবি—
নয় কোনোদিন ত্রস্ত জুজুর ভয়ে;
ভিক্ষ-পন্থী নয় ভিখারী, নয় সে প্রসাদ-লোভী,
স্পষ্ট কথা বল্‌ত ঋজু হ’য়ে।

৩৮