পাতা:বিদায়-আরতি.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

ব্রহ্মবাণী মিথ্যা হবার নয়কো, তবে কি—
অত্যাচারের অন্তকারী বালক হবে কি?—
বজ্রকাটা আঙুলে যার জ্যোৎস্না জড়িয়ে,
পাড়িয়েছি ঘুম ঘুম-পাড়ানি মন্ত্র পড়িয়ে,
সে মোর হবে দৈত্যজয়ী?...পূর্‌বে মনের সাধ?...
অন্যায়েরি বন্যাজলে পার্‌বে দিতে বাঁধ?...
অন্যায়ে কেউ বালক-বধের ফনদী আঁটে, হায়,
শিশুর দেহও শত্রু দেখে খামোক চম্‌কায়!
অন্যায়ে কেউ হত্যা করে নারীর নারীত্ব,
পুরুষ-রিযের বিষে-জরা জীবন ও চিত্ত।
অন্যায়ে কেউ ইন্দ্রলোকের কর্ত্ত হ’তে চায়।
অন্যায়েরি বন্যাধারায় জগৎ ভেসে যায়।
অন্যায়েরি অভিযানে স্বর্গ সে ত্রস্ত;—
অন্যায়ে হায় অস্ত প্রায় আজ পুণ্য সমস্ত!
অন্যায়ের এই সৈন্তা-ঘটায় এক্‌লা এ বালক—
করবে ছিন্ন? তিন-লোকে ফের জ্বাল্‌বে সত্যালোক?
আন্‌বে শ্রেয় কর্ত্তিকেয়?... কখন্‌ হবে ভোর? ..
পথ চেয়ে রই সূর্য্য-রথের, ভাবনাতে বিভোর।
কোন্‌ হেরা ওই ঘুম চোখে যায়। সুধাই আয়, সখী!
অন্ধকারের আঁচল ভিজে উঠল আলোয় কি?
 * * *
আকাশ ফিকে হ’তে হ’তেই আঁধার একি হায়!
ঘুরিয়ে ঘোড়া উল্টো দিকে অরুণ ফিরে যায়!
সূর্য্যে প্রবেশ কর্‌লে শশী। সকল আলো লোপ!
অকাল-রাহু-অস্থর আসে মূর্ত্তিমন্ত কোপ!

৪৮