পাতা:বিদায়-আরতি.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

সে দিনেও যেই ডাক্‌ দিয়েছ অম্‌নি গেছি বেল্‌জিয়মে,
বোগদাদে দাদ তুল্‌তে তোমার ভয় করিনি জ্যান্ত যমে,
ভয় করিনি উড়ো-জাহাজ জহর-ধোয় হাউইট্‌জারে,
গোরার সঙ্গে গুর্খাও ও শিখ জান দেছে হাজার হাজারে।
যুদ্ধে যেমন দুঃসাহসী মন্ত্রণাতে তেম্‌নি সুধী,
শাসন-কাজে সমান পটু, কোন্‌ দরোজা রাখ্‌বে রুধি?
বাগ্বী মোরা, শিল্পী মোরা, কার্য্যে মোরা বিশ্বজয়ী,
বিজ্ঞানেতেও নইক তুচ্ছ, কারো চেয়েই ক্ষুদ্র নহি!
রাজ্যতরীর দাঁড় টানি রোজ, তোমরা রোজই হালে থাক,
পশ্চিমে ঝড় উঠছে, মাঝি আমাদেরও শিখিয়ে রাখ;
আমাদেরও দাও অধিকার, নাও তোমাদের সমান ক’রে,
সময়-মত লাগ্‌ব কাজে, শেখাও যদি হাতে ধ’রে।
অযোগ্য নই একেবারেই বল্‌ছি মোরা জোর গলাতে,
যদিও কালা-আদ্‌মী তবু—ইয়াদ রেখে দিনে রাতে—
মোদের ত্যাগে মোদের দানে পুষ্ট বিরাট্ রাষ্ট্র-হৃদি,
চার মহাদেশ চৌ-পায়া যার তোমার একার নয় সে নিধি।
ন্যায়ের দাঁড়িপাল্লা দিয়ে কর্‌লে ওজন দেখ্‌তে পাবে
আমরা নেহাৎ কম যাব না, যদিও আছি পরের তাঁবে?
কালার গোরার সমান দাবী—মহারাণীর ভাষায় কহি,
রাজার উক্তি উড়িয়ে দেবে?—তোমরা হবে রাজদ্রোহী!
 * * *
যোগ্যতা নেই?...দেখ চেয়ে মানব-ইতিবৃত্তময়
কালার দানের অঙ্ক গুলি গোরার চাইতে মলিন নয়!
কালা দেছে বাল্মীকি ব্যাস; গোরা দেছে মিল্টনে!
কালা দেছে বুদ্ধ আশোক; গোরা দেছে? কিং জনে?

৫২