পাতা:বিদায়-আরতি.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দোরোখা একাদশী

ব্রিটানিয়ার বিবেক-বুদ্ধি প্রবুদ্ধ আজ বেস্যাণ্টরূপে,
ধন্য হবে ব্রিটন,—যদি তাঁর বাণী আজি লয় সে লুফে;
শক্তি হবে সংহত, দুর্জ্জয় হবে গো বিশ্বেরি মাঝ—
তিরিশ কোটির হৃদয় যদি লয় জিনি হোম্‌রুল দিয়ে আজ;
মানুষ মনুষ্যত্বে যদি মান্‌তে পারে হৃদয় খুলে
চল্‌বে তবে যুগে যুগে বাজিয়ে ভেরী নিশান তুলে;
অমর হবে মর্ত্যে, সদাই সাম্‌নে পাবে পুষ্পিত পথ,
গরীব দেশের হক্‌ দাবীতে কান দিলে নাম গাইবে জগৎ।
নইলে পরে লাভের ঘরে অমর হ’য়ে অযশ রবে,
হক দাবী যার তার কি ক্ষতি? পাওন আদায় হবেই হবে।
বিশ্ববিধান বিধির বিধান, ন্যায়ের নিধান নিত্যকালে—
হক দাণী যার বুক তাজা তার ‘হার’ লেখে না তার কপালে



দোরোখা একাদশী

(শ্রীযুক্ত গগনেন্দ্রনাথ ঠাকুর মহাশযের অঙ্কিত চিত্র দেখিয়া)

উড়িয়ে লুচি আড়াই দিস্তে দেড় কুড়ি আম সহ
একাদশীর বিধানদাতা করেন একাদশী,
মুখরোচক এঁর উপবাস,—দমেও ভারী,—আহো! —
পুণ্য ততই বাড়ে যতই এলান্‌ ভুঁড়িব কশি!
ওদিকে ওই ক্ষীণ মেয়েটি নিত্য একাহারী
একাদশীর বিধান পালন কর্‌ছে প্রাণে ম’রে,
কণ্ঠাতে প্রাণ ধুঁক্‌ছে, চোখে সর্ষে-ফুলের সারি,
তৃষ্ণাতে জিভ অসাড়, মালা জপ্‌ছে ঠাকুব-ঘবে।

৫৫