পাতা:বিদায়-আরতি.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জলচর-ক্লাবের জল্‌সা-রঙ্গ

(সুর—“ধনধান্য-পুষ্পে ভরা”)

রঙ বেরঙের সঙের বাসা
আমাদের এই শহর খাসা,
তাহার মাঝে আছে ক্লাব এক
সকল ক্লাবের সেরা,
পুকুর-জলে তৈরী সে যে
ঝাঁজির জলে ঘেরা।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
কাৎলা-চিতল কাঁক্‌ড়া-কাছিম
ব্যাঙের বিহার-ভূমি!!

কোথায় এমন দলে দলে
হামাগুড়ি দ্যায় রে জলে,
কোথায় মানুষ যায় ভিড়ে, ভাই,
জলচরের ঝাঁকে,
(তারা)  ভূঁড়ির বয়ায় ভর দিয়ে সব
বেবাক ভেসে থাকে।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকে তুমি,
শুশুক-জলহস্তী-হোয়েল
হিপোর মল্লভূমি!!

৫৭