পাতা:বিদায়-আরতি.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি

কাদের জলঝম্প হেরে
মৎস্য ভাগে লম্ফ মেরে,
ব্যাঙের কড়র্‌ কড়র্‌ ধ্বনি
কণ্ঠেতে মুল্‌তুবি,
(যেন)  মর্তে জগঝম্প বাজে
আকাশে দুন্দুভি!
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
উল্লাসে প্রফুল্ল এ যে
হুল্লোড়েরি ভূমি!
হাঁস্‌-সাঁতার আর নেটিভ ডাইভ
কোথায় এমন করে থ্রাইভ,
সাঁতার-বাজের মডেল্‌ কোথায়
মাইল্‌-মারী ষ্টাইল,
(কোথা)  সাব-মেরিনের বহর দেখে
বোম্বেটে সব কাহিল।
এমন ক্লাবটি কোথাও খুঁজে
পাবে নাকো তুমি,
মাছরাঙা পান্‌কৌটি সারস
বকের বিলাস-ভূমি!!


দুধে-দাঁত আর পক্ক কেশী
কোথায় সবাই এক-বয়েসী,
হে ক্লাব!  তোমার তক্তা-ঘাটায়
বাঁধা মোদের টিকি,

৫৮