পাতা:বিদায়-আরতি.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঝর্ণার গান


কোন্‌ গিরির হিম ললাট
ঘাম্‌ল মোর উদ্ভবে,
কোন্‌ পরীর টুটল হার
কোন্‌ কোন নাচের উৎসবে! —

খেয়াল নাই— নাই রে ভাই
পাই নি তার সংবাদই,
ধাই লীলায়,——খিল্‌খিলাই—
বুলবুলির বোল্‌ সাপি।

বন্‌-ঝাউয়ের ঝোপ্‌ গুলায়
কাল্‌সারের দল চরে,
শিং শিলায় —শিলাব গায়,
ডালচিনির রং ধরে!

ঝাঁপিয়ে যাই, লাফিয়ে ধাই,
দুলিয়ে যাই অচল-ঠাট,
নড়িয়ে যাই, বাড়িয়ে যাই -
টিলার গায় ডালিম-ফাট।

শালিক শুক বুলায় মুখ
থল্‌-ঝাঁঝির মখ্‌মলে,
জরির জাল আঙ্‌রাখায়
অঙ্গ মোর ঝল্‌মলে।

৬৩