পাতা:বিদায়-আরতি.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদায়-আরতি


নিম্নে ধাই, শুন্‌তে পাই
‘ফটিক জল।’ হাঁক্‌ছে কে,
কণ্ঠাতেই তৃষ্ণা যার
নিক্‌না সেই পাক ছেকে!

গরজ যার জল স্যাঁচার
পাৎকুয়ায় যাক না সেই,
সুন্দরের তৃষ্ণা যার
আমরা ধাই তার আশেই।

তার খোঁজেই বিরাম নেই
বিলাই তান—তবল শ্লোক,
চকোর চায় চন্দ্রমায়,
আমরা চাই মুগ্ধ-চোখ!

চপল পায় কেবল ধাই
উপল-ঘায় দিষ্ট ঝিলিক্‌,
দুল্‌ দোলাই মন ভোলাই,
ঝিল্‌মিলাই দিগ্বিদিক্‌!


৬৪